পরকীয়া প্রেমিকার ভাইয়ের হাতে প্রেমিকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পরকীয়া প্রেমিকার দুই ভাইয়ের হাতে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার দিনগত রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়নাল হক একই ইউনিয়নের কানপুর গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তাড়াশ উপজেলার এক নারীর সঙ্গে কানপুর গ্রামের মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার রাতে আয়নাল তার প্রেমিকার ঘরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে প্রেমিকার বাবা ও দুই ভাই তাকে আটক করে বেধড়ক মারপিট করে ছেড়ে দেন।
পরে আহতাবস্থায় আয়নাল হক তার পরিবারের লোকজন নিয়ে পরকীয়া প্রেমিকার বাড়িতে আক্রমণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আয়নাল হক দ্বিতীয় দফায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আয়নাল হক মারা যান।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকালে বলেন, পরকীয়া প্রেমিকার দুই ভাইকে সকালে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
