হামলায় মাইক্রোচালক-হেলপার আহত, হাঁসুয়াসহ ছিনতাইকারী গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শাজাহানপুরে ছিনতাইকারীর হামলায় মাইক্রোবাসের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় হাইওয়ে পুলিশ মো. এরশাদুল (৪২) নামে এক ছিনতাইকারীকে হাঁসুয়াসহ গ্রেফতার করেছে।
বুধবার গভীর রাতে উপজেলার বি-ব্লক ফুটওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীকে শাজাহানপুর থানায় হস্তান্তর ও এ ব্যাপারে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া হাইওয়ে পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছিনতাইকারী মো. এরশাদুল শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার মৃত রেহেল উদ্দিনের ছেলে। বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার বি-ব্লক ফুটওভার ব্রিজের সামনে দুজন ছিনতাইকারী একটি মাইক্রোবাস থামিয়ে ড্রাইভার রাজু ও হেলপার সুমনের কাছে ছিনতাই করে। হাইওয়ে পুলিশ শেরপুর থানার টহল দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ধাওয়া করে একটি হাঁসুয়াসহ ছিনতাইকারী মো. এরশাদুলকে গ্রেফতার করে।
ছিনতাইকারীদের হামলায় সামান্য আহত মাইক্রোবাসচালক মো. রাজু ও হেলপার মো. সুমনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ছিনতাইকারীকে শাজাহানপুর থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা মামলা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, গ্রেফতার ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
