শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, যে শাস্তি পেলেন বিএনপি নেতা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর রাণীনগর উপজেলায় বেদারুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতিসাধনের অপচেষ্টার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বুধবার দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানা গেছে।
সাময়িক বহিষ্কৃত বেদারুল ইসলাম উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিষ্কৃত চিঠিতে তাকে ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
সাময়িক বহিষ্কার আদেশে বলা হয়- দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতিসাধনের অপচেষ্টায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদমর্যাদা হইতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যা পোস্ট করায় তাকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাকে বহিষ্কার করা হয়।
