ফরিদপুর-১ আসন
ধানের শীষের মনোনয়ন পেয়ে বাবা-মায়ের কবর জিয়ারত নাসিরুলের
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মনোনয়নের খবর শুনে খন্দকার নাসিরুল ইসলাম তার মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে নাসিরুল ইসলামকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে প্রথম দফায় ফরিদপুরে তিনটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।
এ বিষয়ে খন্দকার নাসিরুল ইসলাম মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জানিয়ে বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে তার মর্যাদা রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করে যাব।
ফরিদপুরের বাকি তিনটি আসনের প্রার্থীরা হলেন- ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
