মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জিন্নাহ কবির
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পিএম
এসএ জিন্নাহ কবির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ-১ (শিবালয়–ঘিওর–দৌলতপুর) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতা, তদবির ও হিসাব-নিকাশের পর অবশেষে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ কবিরের নাম ঘোষণার মধ্য দিয়ে কয়েক সপ্তাহের জটিলতার অবসান ঘটে।
এদিকে মনোনয়ন বঞ্চিত অপর প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ১৫ মিনিট অবরোধ করে রাখে। হঠাৎ সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হলে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়।
অন্যদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক তোজার সমর্থকরা একই সময়ে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তিনি নিজেও এ কর্মসূচিতে উপস্থিত থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জিন্নাহ কবিরকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নানা পোস্ট ভেসে উঠছে ফেসবুকে।
