খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের ছাগল দিলেন পিনাক
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের বিরল উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুক দেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফিজিয়া মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মণ্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে নিয়ে পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুহতামিমরা।
পরে বোচাগঞ্জ উপজেলায় আরও ২টি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
