Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জের ‘হোল্ড’ করা ২টি আসনে ধানের শীষ পেলেন যারা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম

সুনামগঞ্জের ‘হোল্ড’ করা ২টি আসনে ধানের শীষ পেলেন যারা

সুনামগঞ্জের ‘হোল্ড’ করা ২টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা করা হয় এবং ২টি ‘হোল্ড’ করে রাখা হয়।

বৃহস্পতিবার বিকালে উল্লিখিত ২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ‘হোল্ড’ করা ৬৩ আসনের মধ্যে ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সুনামগঞ্জের উল্লেখিত ২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এদিকে সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনে নাছির চৌধুরী ও নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষণার পরপরই তাদের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। অভিনন্দন জানাতে প্রার্থীদের বাসায় ফুল ও মিষ্টি  নিয়ে ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই প্রার্থীর সমর্থকরা নানান ভাষায় স্ট্যাটাস দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে  বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুগান্তরকে বলেন, সুনামগঞ্জ সদর আসনে তাকে প্রার্থী করার মধ্য দিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দলের কাণ্ডারি তারেক রহমানসহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম