Logo
Logo
×

সারাদেশ

নাচোলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ এএম

নাচোলে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া

ছবি: যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার কসবা ইউপির সোনাইচন্ডী বাজারে ধানের শীষের গণসংযোগ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু  কামনায় আমিনুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে দু’হাত তুলে আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

এমময় বিএনপি নেতা আমিনুল ইসলাম বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের ও ঐক্যের আইকনিক প্রতীক। বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক। তিনি অসুস্থ হওয়ায় সারা বাংলাদেশের মানুষ কাঁদছে এবং নেত্রীর জন্য সবাই দোয়া করছেন। নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি দুরুল হোদা, কসবা ইউপির চেয়ারম্যান আল মেহরাব জাকারিয়া, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদসহ দলীয় নেতা কর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম