গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মজিবুর রহমান
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম
গাজীপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান। ছবি-সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) থেকে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈরের পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে আগে থেকে মজিবুর রহমান বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি কালিয়াকৈর পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হারিয়ে মেয়র নির্বাচিত হন।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী।
এদিকে মনোনয়ন পাওয়ার পর মো. মজিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমাদের ঐক্যবদ্ধ বিএনপির জয় হয়েছে। কোন ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। পাশাপাশি ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির পক্ষে ভোট ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চাওয়ার আহবান জানান মুজিবুর।
গাজীপুর-১ আসন কালিয়াকৈর উপজেলা, পৌর ও সিটি করপোরেশনের একাংশ নিয়ে গঠিত। প্রথম দফায় গাজীপুরের ২, ৩, ৪ ও ৫ আসনের দলীয় প্রার্থী ঘোষণা দেওয়া হলেও গাজীপুর-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। অবশেষে বৃহস্পতিবার বিকালে এই আসনটিতেও দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।
