Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর জেলা পরিষদ

বদলির ১৫ দিনেও নতুন কর্মস্থলে যায়নি দুই কর্মকর্তা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম

বদলির ১৫ দিনেও নতুন কর্মস্থলে যায়নি দুই কর্মকর্তা

ফাইল ছবি

অনিয়ম ও সেচ্চাচারিতার অভিযোগে গাজীপুর জেলা পরিষদের দুই কর্মকর্তাকে বদলি করা হয়। বদলির ১৫ দিন হয়ে গেলেও সরকারি আদেশ অমান্য করে দুই কর্মকর্তা এখনও আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সভাতেও। নিয়ম ও বিধি-বিধান উপেক্ষা করে এভাবে অফিস করায় প্রশাসনের ভেতরে অসন্তোষের সৃষ্টি হয়েছে। 

ওই দুই কর্মকর্তা হলেন— প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও উচ্চমান সহকারী মুহাম্মদ আল মামুন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা পরিষদে দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ হোসেন ও উচ্চমান সহকারী মুহাম্মদ আল মামুন দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠায় গত ১১ নভেম্বর প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ হোসেনকে গাজীপুর থেকে মৌলভীবাজার জেলা পরিষদে তাৎক্ষণিক অবমুক্ত বা বদলি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, আশরাফ হোসেনকে আগামী চলতি বছরের ১৩ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১৩ নভেম্বর অপরাহ্নের তাৎক্ষনিক অবমুক্ত হবেন। ওই আদেশ দেওয়ার পর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মঙ্গলবার পযন্ত তিনি গাজীপুরের বর্তমান কর্মস্থল ত্যাগ করেননি বলে জানা গেছে। বরং তিনি গাজীপুর জেলা পরিষদের কার্যালয়ে প্রতিদিন যাতায়াত করছেন। কাগজপত্রে স্বক্ষর না করলেও অফিসে গিয়ে বসে থাকছেন। এখনও বিভিন্নভাবে প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি গত ১ ডিসেম্বর গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে নিয়ে একটি পরিচিতি সভার আয়োজন করা হয়। সেই পরিচিতি সভাতেও তাদের দুইজনকে উপস্থিত থাকতে দেখা গেছে। ষ্ট্যান্ড রিলিজ হওয়ার পরও তারা সেই সভায় উপস্থিত হওয়ায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। 

এছাড়া একই কার্যালয়ের উচ্চমান সহকারী মুহাম্মদ আল মামুনকে গত ১৮ নভেম্বর মাদারীপুর জেলা পরিষদে বদলি করা হয়। তার বদলির আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভিাগের উপপরিচালক (উপসচিব) মোছা. সেলিনা বানু। তিনিও আদেশ পাওয়ার পর নতুন কর্মস্থলে যোগ না দিয়ে গাজীপুরে থাকাতে নানা অপকৌশল ও তদবির চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বদলির আদেশ অমান্যকারী দুই কর্মকর্তা বিভিন্ন ফাইলে বিলম্ব, সেবা গ্রহীতাদের হয়রানি এবং ব্যক্তিগত স্বার্থে প্রভাব খাটানোর মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বদলির আদেশ জারির পরও তাদের কার্যালয়ে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকে।

এ বিষয়ে জেলা পরিষদের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বদলির আদেশ মানা বাধ্যতামূলক। কেউ তা না মানলে সেটি শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হয়। বিষয়টি কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

জানতে চাইলে উচ্চমান সহকারী মুহাম্মদ আল মামুন বলেন, কোনো অভিযোগে নয়, আমাকে নরমাল বদলি করা হয়েছে। চাকরি বদলির একটি অংশ তাই নয় কি? আজ এখানে কাল সেখানে যেতে হবে। যে ঝড়ের কারণে বদলি করা হয়েছে সেই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে অযথা বদলি করা হয়েছে। তিনি আরও বলেন, আমি এখনও যাইনি তবে সবকিছু গুছিয়ে খুব তাড়াতাড়ি নতুন কর্মস্থলে যোগ দেব।

প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, আমি এখনও গাজীপুরেই আছি, নতুন কর্মস্থলে যোগ দেইনি। এছাড়া আমি আমার বদলির আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম