Logo
Logo
×

সারাদেশ

‘জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন’

Icon

‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

‘জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন’

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া। ছবি: যুগান্তর

‎‎সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতীক। দলমত নির্বিশেষে আজ দেশের সব মানুষ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন। জাতির এ ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন। ‎‎

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের ক্যানেলপার বাতানপাড়া এলাকায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনার্থে এক দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

‎‎বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসার আলেম, ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এ দোয়ার আয়োজন করেন।

‎‎এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, থানা বিএনপির সহ-সম্পাদক মজিজুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম