দিনাজপুর-৫ আসন
মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে অবরোধ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুর-৫ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা বিএনপির ডাকে অর্ধদিবস অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
অবরোধ চলাকালে শহরের দোকানপাট ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। পিকেটাররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল ৬টা থেকে শহর এবং বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিন বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপি এবং সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। একপর্যায়ে মহিলা দলের কর্মীরা সবাই রাস্তায় শুয়ে মনোনয়ন না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবে না বলে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন- বিএনপি নেতা আতিয়ার রহমান, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, এজেডএম আরিফুল ইসলাম, শ্রমিক দল নেতা মঞ্জুরুল আলম ও সাবেক ইউপি চেয়ারম্যান রোমান।
উল্লেখ্য, আসন্ন নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি প্রথম ধাপে ২৩৭ আসনের মনোনয়ন চূড়ান্ত করে। তবে পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনের প্রার্থী মনোনয়ন আটকে রাখা হয়। এর মধ্যে ৪ ডিসেম্বর হঠাৎ করে কামরুজ্জামান নামক লন্ডন প্রবাসী নতুন এক ব্যক্তির নামে মনোনয়নের ঘোষণা দেওয়া হয় কেন্দ্র থেকে।
এতে ৩২ বছরের পুরোনো রাজনীতিক সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে গড়া দুই উপজেলার ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা ও উপজেলার নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে উঠেন। ফলে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন সেদিন থেকেই।
পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান জানান, যিনি প্রবাসী পার্বতীপুর ফুলবাড়ি উপজেলার কোনো কমিটিতে যার ন্যূনতম সদস্য পদ নেই। যে ওয়ার্ড-ইউনিয়নের কোনো কমিটি করেননি। তিনি মনোনয়ন পান কিভাবে। মানুষের আর দল বা রাজনীতি করার দরকার আছে? কামরুজ্জামান সাহেব দেশে এসেছেন ৫ আগস্টের পর।
এদিকে মঙ্গলবার রাতে বিএনপির সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতাদের ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।
