স্ত্রীর সামনেই অটোরিকশা চাপা দিয়ে যুবককে হত্যা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে স্ত্রীর সামনেই আজাদ হোসেন (৩৩) নামক এক যুবককে প্রকাশ্যে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার চররূপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সিবাজার এলাকার আলী আজমের ছেলে। তিনি ঈশ্বরদী ইপিজেডের নাকানো কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিনের পরিচিতি ও সুসম্পর্কের কারণে প্রায় ৩ মাস আগে ঈশ্বরদীর জগন্নাথপুর এলাকার আজিবুর হোসেনের ছেলে অটোচালক রনির কাছ থেকে ইপিজেড শ্রমিক আজাদ হোসেন ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন; কিন্তু সেই ধারের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে ব্যর্থ হন আজাদ। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
বৃহস্পতিবার সকালে চররূপপুর জিগাতলা মোড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় অটোচালক রনির সঙ্গে দেখা হয় আজাদের। এ সময় রনি তার পাওনা টাকা চাইলে আজাদের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরই একপর্যায়ে স্ত্রীর সামনেই আজাদকে ধাক্কা মেরে সড়কের উপর ফেলে দেয় রনি। পরে রনি তার ব্যাটারিচালিত অটো দিয়ে আজাদের শরীরের উপর চাপা দিলে গুরুতর আহত হন আজাদ।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বর্ষা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন।
নিহত আজাদের স্ত্রী বর্ষা খাতুন বলেন, আমার স্বামী অটোচালক রনির থেকে টাকা ধার নিয়েছিল। টাকা দিতে না পারায় বৃহস্পতিবার সকালে রনি আমার স্বামীকে মারপিট করে সড়কে ফেলে দেয়। পরে অটো চাপা দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সঠিক বিচার চায়।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
