Logo
Logo
×

সারাদেশ

বাগাতিপাড়ায় দুই স্থানে রেললাইনে ফাটল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

বাগাতিপাড়ায় দুই স্থানে রেললাইনে ফাটল

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরপর দুই দিন রেললাইনে ফাটল দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় সেকশন ২২৯/৪-এর রেললাইনে নতুন ফাটল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করেছে।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় লাইনে ফাটল সৃষ্টি হতে পারে। মাঝরাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ভাঙা অংশ অতিক্রম করেছে। বারবার রেললাইন ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে বলেও জানান তারা।

এর আগের দিন বুধবার রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে বড় ফাটল দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিল আহমেদ ও আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকায় রেললাইন ভেঙে গেছে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জোরদার করেন। দুপুরের আগেই রেললাইনের মেরামত সম্পন্ন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম