Logo
Logo
×

সারাদেশ

ক্রিকেট বোর্ডের উচিত সব জায়গায় গিয়ে ফ্যাসিলিটিজ ডেভেলপ করা: পাইলট

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

ক্রিকেট বোর্ডের উচিত সব জায়গায় গিয়ে ফ্যাসিলিটিজ ডেভেলপ করা: পাইলট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, ক্রিকেট বোর্ডের উচিত সব জায়গায় গিয়ে ফ্যাসিলিটিজগুলো ডেভেলপ করা। মানুষ কেন চাইবে- এটা পাওয়া তার অধিকার। প্রত্যেকটা জেলা উপজেলায় মাঠগুলো যদি আমরা সুন্দর সচল রাখতে পারি- ছেলেরা এসে শুধু খেলবে। সেই মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছয় মাস থেকে এক বছরের মধ্যে সুন্দর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি। ক্রিকেটটা ডেভেলপমেন্টের পেছনে অনেক ভালো কাজ করবে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর সদরের হাইস্কুল মাঠে মোহাম্মদ শিশির মনির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদ মাসুদ পাইলট বলেন, মানুষের রিফ্রেশমেন্টের বেশ অভাব। খেলাধুলা মানুষের বিনোদন ও সুন্দর মানসিকতা তৈরি করে। এজন্য খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক দিরাই-শাল্লা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, যুবকরাই পরিবর্তন করতে পারে, সাগর পারি দিতে পারে, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশ হবে। এতে ট্যালেন্ট প্লেয়ার বের হবে। ভালো খেলোয়াড়রা জেলা-বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলবে। বিদেশে খেলতে যাবে। এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা তাদের পাশে থাকব।

ফাইনাল ম্যাচে দিরাই ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব ও খান ক্রিকেট ক্লাব জগন্নাথপুর মুখোমুখি হয়। টসে জিতে ইলিভেন স্টার প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ২২৯ রান সংগ্রহ করে। জবাবে জগন্নাথপুর খান ক্রিকেট ক্লাব সব উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।

খেলা শেষে বিজয়ী ও রানারসআপ দল এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।‎

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম