Logo
Logo
×

সারাদেশ

তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নবাবগঞ্জে আনন্দ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নবাবগঞ্জে আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকার নবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে এ মিছিল করা হয়। 

মিছিলটি উপজেলা সদরে জেলা পরিষদ মার্কেটের সমানে থেকে শুরু হয়ে বাগমারা উচ্চ বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার প্রদক্ষিণ করে। ফিরে এসে  পুরাতন কোর্ট বিল্ডিং মাঠের সমানের সড়কে সংক্ষিপ্ত পথসভা করা হয়। 

দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহসিন রহমান আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি মহসিন আহমেদ পলাশ প্রমুখ। 

এ সময় বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, আজ বের হয়েছি, ১২ ফেব্রুয়ারি ফিরব- ঢাকা-১ এর ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের বিজয় নিশ্চিত করে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, পরিশ্রম ছাড়া ভালো কিছু অর্জন করা যায় না। সঙ্গে মানুষের ভালোবাসা দিয়ে ভোট অর্জন করতে হবে। প্রতিটি নেতাকর্মী ঘরে ঘরে যেতে হবে। নিজেদের অর্জন দিয়ে ভোট আদায় করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম