Logo
Logo
×

সারাদেশ

৩শ সবজি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা, সর্বস্বান্ত দুই কৃষক

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

৩শ সবজি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা, সর্বস্বান্ত দুই কৃষক

সবজিখেতের সঙ্গে কিসের শত্রুতা! রাতের আঁধারে কে বা কারা মাধবপুরের দুই কৃষকের ফলন্ত অন্তত ৩শ সবজি গাছ কেটে ফেলেছে। মুহূর্তের মধ্যেই স্বপ্ন ভেঙে গেছে দুই কৃষকের।

ধারদেনা করে কয়েক লাখ টাকা লাভের আশায় মিলাদ মিয়া ও রুকেল মিয়া জমিতে টমেটো, শসা সবজি আবাদ করেছিলেন। কিছুদিনের মধ্যেই টমেটো শসা বাজারজাত করার স্বপ্ন ছিল কিন্তু তা আর হলো না। 

বৃহস্পতিবার রাতের কোনো এ সময় দুর্বৃত্তরা সবজি গাছগুলো কেটে ফেলে। মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মিলাদ মিয়া ও রুকেল মিয়া।

ক্ষতিগ্রস্ত কৃষক রুকেল মিয়া অভিযোগ করে বলেন, রাতের আঁধারে আমাদের কয়েক মাসের পরিশ্রম এভাবে নষ্ট করে দেবে, কখনো ভাবিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গেলাম। বিভিন্ন এলাকা ঘুরে উন্নত জাতের টমেটো ও শসা আবাদ করেছিলাম।

স্থানীয়রা জানান, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা তাদের ক্ষতি করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এদের চিহ্নিত করে বিচার হওয়া উচিত। কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম