|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচন কমিশনের নির্দেশনার পর সিলেটে অনেক প্রার্থী নিজেরাই নিজেদের ব্যানার ফেস্টুন খুলে নিচ্ছেন। অনেক প্রার্থীই আবার দলের লোকজন দিয়ে ব্যানার পোস্টার খুলিয়ে নিচ্ছেন। এর মধ্য দিয়েই চলছে প্রচার-প্রচারণা।
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে নিজের সমর্থনে টানানো ব্যানার ও ফেস্টুন নিজে অপসারণ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন তিনি।
এছাড়াও তিনি এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা ও মতবিনিময় করছেন।
সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির মোগলগাঁও এলাকায় সর্বস্তরের জনসাধারণের সঙ্গে গণসংযোগ করেন। তিনি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে ভোটারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই দিনে তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
সিলেট-১ জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নগরীর ৩৪নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আদর্শ গ্রাম, সিরাজনগর ও শান্তিনগর এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও সুপার মার্কেটে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
