Logo
Logo
×

সারাদেশ

ওসমান হাদির ওপর হামলা, সিলেটে এনসিপির বিক্ষোভ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

ওসমান হাদির ওপর হামলা, সিলেটে এনসিপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বিচারের আওতায় আনা এবং নির্বাচনি পরিবেশ সুরক্ষার দাবি জানান। বিক্ষোভে এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন। সেই সঙ্গে তিনি গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হামলার ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার কারণ, পরিকল্পনাকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম