Logo
Logo
×

সারাদেশ

নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর অটোরিকশা রেখে নৌকাবাইচ খেলা দেখার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত অটোরিকশা চালক উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে মো. তৈয়ব আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে অটোরিকশা চালক তৈয়ব আলী লালমনিরহাট জেলা শহর থেকে যাত্রী নিয়ে এসে নৌকাবাইচ খেলা দেখার জন্য ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর অটোরিকশা রেখে তার ওপর বসে খেলা দেখছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তার অটোরিকশায় ধাক্কা দিলে তিনি সেতুর সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। 

পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম