সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে মশাল মিছিল করেছে দলটির বাবুগঞ্জ উপজেলা একাংশের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে রহমতপুর বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য ইসরত হোসেন কচি তালুকদার, জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, সাবেক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সরদার, মিল্টন, রিপন মেম্বারসহ নেতাকর্মীরা। এ সময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলকারীদের দাবি, বরিশাল-৩ আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে -ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ ১৭ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা হয় নাই এবং জেলেও যেতে হয়নি। দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তখন বিএনপির পক্ষের কার্যক্রমে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। তার কর্মকাণ্ড সবসময়ের জন্যই ছিল তীব্র সমালোচনা ও প্রশ্নবিদ্ধ। আর দলের দুর্দিনে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।
যিনি দুর্দিনে দলকে সুসংগঠিত রেখে সব সময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম-আন্দোলন করায় তার বিরুদ্ধে হাফডজন মামলা হয়েছে। তিনি কয়েকবার গ্রেফতার হয়ে জেল খেটেছেন। বিএনপির নীতি-আদর্শ মেনে যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। সেই ত্যাগী নেতা সেলিমা রহমানকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।
তাদের দাবি- বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির নেতাকর্মী এবং দেশবাসী যখন উদ্বিগ্ন ঠিক তখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে বরিশাল-৩ আসনে একজন বিতর্কিত নেতাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ভোটের মাঠে তার কোনো জনপ্রিয়তা নেই। তারা আগে ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে সেলিমা রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
