Logo
Logo
×

সারাদেশ

বোমা বানানোর সরঞ্জামসহ যুবক আটক

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম

বোমা বানানোর সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ইয়াবাসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার দিবাগত রাতে উপজেলার পৌরসদরের মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বোয়ালমারী উপজেলার সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম