Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

সীমান্ত এলাকা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে মুন্না নামে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

আটক যুবক মুন্না (১৮) আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মো. শাহ আলম মিয়ার ছেলে।

পরিবারের দাবি, বুধবার (১৭ ডিসেম্বর) ভোরের দিকে মুন্নাকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত মুন্না বাড়িতে ফেরেনি।

বুধবার দুপুর ২টার দিকে বাউতলা এলাকায় সরেজমিন দেখা যায়, মুন্নার বাবা মো. শাহ আলম মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছেলের ফেরার অপেক্ষা করছেন।

এ সময় শাহ আলম মিয়া জানান, মুন্না বেকার। মাঝে মাঝে অটোরিকশা চালালেও সে আলাদা ঘরে বসবাস করত। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে সীমান্ত এলাকার এক ভারতীয় বাসিন্দার মাধ্যমে জানতে পারি, বিএসএফ আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি আমি আগরতলায় থাকা আমার আত্মীয়দের জানাই। তারা বিএসএফ ক্যাম্পে গিয়ে আমার ছেলেকে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। বর্তমানে আত্মীয়রা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন।

এ বিষয়ে আখাউড়া বিজিবি কোম্পানি সদরের এক কোম্পানি কমান্ডার জানান, বিষয়টি জানার পর তারা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বিএসএফ কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুন্নাকে আটক করার বিষয়টি স্বীকার করেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম