Logo
Logo
×

সারাদেশ

প্রতিবেশীর বিরুদ্ধে পোষা কুকুর হত্যার অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

প্রতিবেশীর বিরুদ্ধে পোষা কুকুর হত্যার অভিযোগ

যশোরের পল্লিতে একটি পোষা কুকুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করা হয়েছে কোতোয়ালি থানায়।

যশোর সদরের আবাদকচুয়া গ্রামের এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি তার প্রতিবেশী জীবন দাস ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ সময় তিনি মৃত কুকুরটি সঙ্গে এনেছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর সদরের আবাদকচুয়া গ্রামের গাজীপাড়া এলাকার ইমান আলী গাজীর ছেলে রবিউল ইসলামের একটি কালো রঙের পোষা কুকুর ছিল। কুকুরটি প্রায়ই রবিউলের মুদি দোকানের সামনে থাকত। মাঝে-মধ্যে কুকুরটি প্রতিবেশীদের বাড়ির আশপাশে যাওয়ায় বিবাদী জীবন দাস গত ২৭ নভেম্বর রবিউলকে হুমকি দেন- তিনি কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলবেন।

পরবর্তীতে গত দুই দিন ধরে কুকুরটির সন্ধান না পেয়ে রবিউল বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, কুকুরটি জীবন দাসের বাড়িতে মৃত অবস্থায় পড়ে ছিল। জীবনের শ্বশুর সেটি পাশের একটি বাগানে ফেলে দিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রবিউল বাগানে গিয়ে দেখেন, গলায় রশি বাঁধা অবস্থায় কুকুরটির মৃতদেহ পড়ে রয়েছে।

রবিউল ইসলাম বলেন, কুকুরটিকে এক বছর ধরে পুষছি। এই প্রাণীটি কাউকে ক্ষতি করে না বরং মানুষের উপকারে আসে। গত দুই দিন ধরে কুকুরটিকে না দেখায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। আজ বুধবার দুপুরে প্রতিবেশী জীবন দাসের বাড়ির পাশের বাগানে গিয়ে দেখি, গলায় দড়ি বাঁধা ও মৃত অবস্থায় কুকুরটি পড়ে আছে।

জীবন দাসের স্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ‘আমার কুকুরটিকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে বা অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে। আমি এই নিষ্ঠুর ঘটনার বিচার চাই’- যোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে স্থানীয় হরিদাস ও মিলন দাসসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও সাক্ষী রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রবিউল ইসলাম পরিবারের সঙ্গে আলোচনা করে বুধবার বিকালে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

যশোর কোতোয়ালি থানার এসআই মো. আল আমিন বলেন, বুধবার বিকালে থানায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি সঙ্গে করে মৃত কুকুর এনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম