সাইয়েদুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে কালিয়াকৈরে মশাল মিছিল
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছেন কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের লাগেজ ফ্যাক্টরি থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টার দিকে মৌচাক হর্টিকালচার সেন্টারের সামনে এসে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য আবুল হোসেন রনি, কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইজুদ্দিন শহীদসহ নেতারা।
এ সময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেওয়া নেতারা বলেন, গাজীপুর-১ আসনে একজন বিতর্কিত নেতাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চলতেন। তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাকে মনোনয়ন দিলে এই আসন নিশ্চিত হাতছাড়া হয়ে যাবে।
তারা বলেন, দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন, তখন বিএনপির পক্ষের কার্যক্রমে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। অপরপক্ষে দলের দুর্দিনে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি দলের দুর্দিনে দলকে সুসংগঠিত রেখে সব সময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম-আন্দোলনে রাজপথে থেকেছিলেন। বিএনপির নীতি-আদর্শ মেনে যিনি দলের সব নির্দেশনায় যথাযথ দায়িত্ব পালন করেছিলেন সেই ত্যাগী নেতা কাজী সাইয়েদুল আলম বাবুলকে এ মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।
এ সময় তারা এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে এবং বিএনপির শতভাগ বিজয় অর্জনে পূর্বে ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
