আবাসিক হোটেলে মিলল নারীর ঝুলন্ত লাশ
যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীশান নামের একটি আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে ওই কক্ষটি ভাড়া নেন। দীর্ঘ প্রায় ১৫ দিন সেখানে অবস্থানের পর বুধবার রাতে এ ঘটনা ঘটে।
হোটেলের ডায়েরি অনুযায়ী, মৃত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।
খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে তারা জানায়। তবে ওই নারীর সঙ্গে স্বামী পরিচয়ে থাকা আরিফ হোসেন নামে যুবককে পুলিশ এখনও পায়নি। তার ফোন বন্ধ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরে হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

