টাঙ্গাইলের তিনটি আসনে বিএনপির ৬ বিদ্রোহীর মনোনয়ন সংগ্রহ
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এ আসন থেকে বিএনপির মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী ও বিএনপি থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদ মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তবে এ আসনে দলের মনোনয়ন না পেয়ে নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব, বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন দাবি করা সালাউদ্দিন আলমগীর রাসেল। তবে তার কোনো দলীয় পরিচয় নেই। এছাড়াও এ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শেখ হাবিব।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, এ পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬ জন বিএনপির স্বতন্ত্র বলে জানতে পেরেছি।
