Logo
Logo
×

সারাদেশ

হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, আমদানিকারককে জরিমানা

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি, আমদানিকারককে জরিমানা

দিনাজপুরের হিলিতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি ও বিক্রয় রশিদ দেওয়ায় এক আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মেসার্স সাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গির আলম।

এ সময় সেখানে দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক জাহাঙ্গির আলম বলেন, পেঁয়াজ আমদানির পরেও বাজার স্থিতিশীল হচ্ছে না কেন? সেই বিষয়টি দেখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের গুদামে অভিযান চালানো হয়েছে। এ সময় তারা ভারত থেকে কী দামে পেঁয়াজ আমদানি করছেন। শুল্ক অন্যান্য খরচসহ পেঁয়াজের দাম কত পড়ছে আর তারা কী দামে বিক্রি করছেন সেই বিষয়টি যাচাই-বাছাই করা হয়। এ সময় বিক্রয় রশিদ না দেওয়ায় ও বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাদ ট্রেডার্স নামের এক আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পেঁয়াজের দাম যেন ভোক্তাদের নাগালের মধ্যে আসে সেই লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম