মাগুরা-২ আসন
স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনলেন মাগুরা বিএনপির সাবেক সভাপতি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসনটির সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল।
মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি জিকিউ গ্রুপের মালিক সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচনি আসনের শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন না পেলেও তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে কাজী সালিমুল হক কামালের সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন মুন্সী বলেন, বিদ্রোহী প্রার্থী নয়, কাজী কামাল সাহেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলেও সেটি মেনে নিয়েই আমরা ভোট করব।
উল্লেখ্য, মাগুরা-২ নির্বাচনি আসনে সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর আমি সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছি। এরপরও যদি কেউ প্রার্থী হয় তাহলে তিনি ধানের শীষকে মানেন না। বিএনপির নেতৃত্বের প্রতিও তাদের কোনো আনুগত্য নেই। সেক্ষেত্রে তারা দল করতে পারেন না।
এদিকে বৃহস্পতিবার মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে পৌর বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ডাক্তার খলিলুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
