যশোরে ৫টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
যশোর ব্যুরো
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে পাঁচটি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এসব প্রার্থী সদর উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিনের কাছ থেকে তাদের মনোনয়ন সংগ্রহ করেন।
এদিন যশোর-১ আসনে দলটির শার্শা উপজেলার সহ-সভাপতি বখতিয়ার রহমান, যশোর-৩ আসনে দলটির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেন, যশোর-৪ ইসলামী দলটির আইএবি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়োজিদ হোসেন, যশোর-৫ উপজেলার সহ-সভাপতি জয়নাল আবেদীন, যশোর-৬ আসনে ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেন।
এর আগে সকাল থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের নেতাকর্মীরা রিটার্নিং কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন। ইসলামী মূল্যবোধের একটি রাষ্ট্র গঠনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতি দেন নেতাকর্মীরা। তবে মনোনয়ন সংগ্রহ শুরু হলেও এখন দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন মনোনয়ন সংগ্রহ করা পাঁচ প্রার্থীই।
