|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার লিখন বর্মণ নামের এক যুবক তার ভাবিকে বাবার বাসায় নিয়ে যাওয়ার জন্য বের হয়েছিলেন। এরপর থেকে তারা ‘নিরুদ্দেশ’ রয়েছেন বলে স্বজনদের অভিযোগ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিপুর গ্রামে গিয়ে এ তথ্য জানা গেছে। লিখন বর্মণের বড় ভাই মারা গেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাইটারী গ্রামের মনোরঞ্জন বর্মণের ছেলে লিখন বর্মণ (২৫) বিধবা ভাবিকে (মৃত বড় ভাইয়ের স্ত্রী) তার বাবার বাসা ঢাকায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন।
১৬ ডিসেম্বর সকালে ভাবিকে (২২) নিয়ে সাদুল্লাপুরের নলডাঙ্গা থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর রাত ১১টা পর্যন্ত তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন মনোরঞ্জন বর্মণ। তারপর থেকে লিখন ও ভাবির ফোন বন্ধ পাওয়া যায়। তখন থেকে এ পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে মনোরঞ্জন বর্মণ বলেন, বিয়ের প্রায় ১৩ মাস পর আমার ছেলে উৎসব বর্মণ মারা যায়। তখন থেকে তার স্ত্রী (পুত্রবধূ) আমার বাড়িতেই অবস্থান করত। এরই মধ্যে তার বাবার ঢাকার বাসায় যাওয়ার জন্য লিখন বর্মণের সঙ্গে রওনা দেয়। গত ১৬ ডিসেম্বর তারা দুজন বাসযোগে যাওয়ার পথে মোবাইল ফোনে একাধিকবার কথা হয়েছে। হঠাৎ রাত ১১টার পর থেকে লিখন ও পুত্রবধূর ফোন বন্ধ পাওয়া যায়। সেই থেকে আজ পর্যন্ত তাদের সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এ নিয়ে সাদুল্লাপুর থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছি।
