গাজীপুর-১ আসন
মনোনয়ন পুনর্বিবেচনা করে বাবুলকে দেওয়ার দাবিতে মশাল মিছিল
কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছেন গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মশাল মিছিল হয়।
মিছিলটি গাজীপুর মহানগরের ভাওয়াল পয়েন্ট থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টার দিকে বাইপাস চৌরাস্তা এসে শেষ হয়।
এ সময় মিছিলটির নেতৃত্ব দেন বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, বাসন থানা যুবদল নেতা মাইদুল ইসলাম সরকার তুষার, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, যুবদল নেতা করিমসহ বাসন থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মিছিলকে স্বাগত জানিয়ে প্রায় ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলকারী নেতারা বলেন, গাজীপুর-১ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে গত ১৭ বছরে বিএনপির কোনো কর্মকাণ্ডে তার কোনো ভূমিকা ছিল না। বাসনসহ গাজীপুর ১ আসনে তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা নেই বললেই চলে। দলের দুর্দিনে যখন বিএনপির নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। তখন বিএনপির পক্ষের কার্যক্রমে তার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। বরং আওয়ামী দোসর হয়ে তাদের সঙ্গে আঁতাত করে দীর্ঘ দিন কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিএনপি করার কারণে তার নামে কোনো মামলা তো দূরের কথা একটা জিডি পর্যন্ত নেই।
তারা আরও বলেন, দলের দুর্দিনে হামলা-মামলা,জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। যিনি দলের দুর্দিনে দলকে সুসংগঠিত রেখে সব সময় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই-সংগ্রাম-আন্দোলনে রাজপথে থেকেছিলেন। বিএনপির নীতি-আদর্শ মেনে যিনি দলের সব নির্দেশনায় যথাযথ দায়িত্ব পালন করেছিলেন সেই ত্যাগী নেতা কাজী সাইয়েদুল আলম বাবুলকে এ মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় তারা এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে এবং এ আসনে শতভাগ বিজয় নিশ্চিত করতে পূর্বে ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
