Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গা-২ আসন

মনোনয়ন ফরম তুললেন বিএনপি প্রার্থী ব্যবসায়ী মাহমুদ হাসান

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

মনোনয়ন ফরম তুললেন বিএনপি প্রার্থী ব্যবসায়ী মাহমুদ হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিজিএমইএ সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খানের মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তনু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনারুল ইসলাম খোকন খান সাধারণ সম্পাদক দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজাবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট প্রমুখ। 

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে বৃহস্পতিবার মাহমুদ হাসান খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম