টুঙ্গিপাড়া আ.লীগের সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘ডেভিল হান্ট ফেস-২’ অভিযানে স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ চার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার পাটগাতী বাজার, কুশলী ও শ্রীরামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার চার আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
গ্রেফতারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫) এবং আওয়ামী লীগ নেতা আলম শেখ (৫০)।
ওসি আইয়ুব আলী বলেন, বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এবং অভিজিৎ ও আলমকে গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তাজনিত কারণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
