Logo
Logo
×

সারাদেশ

হাদির মৃত‍্যুতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ এএম

হাদির মৃত‍্যুতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদির মৃত‍্যুতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত জনতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকায় এই অবরোধ চলে। এতে রাজধানী ঢাকার সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরসহ সমগ্র দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধস্থলের দু’দিকে আটকা পড়ে শত শত যানবাহন।

এসময় ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। রাত পৌনে বারোটা পর্যন্ত অবরোধ অব‍্যাহত রাখার পর কর্মসূচি শেষ হ‍য়।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সড়ক অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ত‍্যাগ করেছে বিক্ষোভকারীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম