বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনির, সম্পাদক মালেক
বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূর্বের কমিটি বিলুপ্ত করে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সকল সদস্যদের কন্ঠ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক মানবকন্ঠ প্রত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলামকে সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুল মালেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. নাছির পাটোয়ারিকে সহ-সভাপতি, দৈনিক বরিশাল সময় প্রতিনিধি কাজী মো. বাবুলকে সহ-সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম রুবেলকে সহ-সভাপতি, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি মো. রিয়াজ উদ্দিন বাদশাকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বিপ্লবী বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি মো. বাবুল পালোয়ানকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রতিনিধি মো. ফোরকান হোসেনকে অর্থ সম্পাদক, দৈনিক জনবাণী প্রত্রিকার প্রতিনিধি মো. ছোবাহান হাওলাদারকে দপ্তর সম্পাদক করে কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।
