ছোট ভাইয়ের স্ত্রীর বঁটির কোপে প্রাণ গেল ভাশুরের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীর বঁটির কোপে ভাশুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ওই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে টুকু। হত্যার পর ঘাতক সীমা বেগম পালিয়ে গেছেন। তিনি তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী।
নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা বলেন, ঢাকা থেকে টুকু বাড়িতে আসেন। হাঁস পালনকে কেন্দ্র করে সীমার সঙ্গে টুকুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা বঁটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মর্গে পাঠানো হবে। ঘাতক সীমাকে ধরতে পুলিশ কাজ করছে।
