টিকটকে নাচের ভিডিও শেয়ার, স্ত্রীকে হত্যার পর লাশ গুম
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় টিকটকে নাচের ভিডিও শেয়ার দেওয়া নিয়ে বিরোধে গৃহবধূ মারুফা বেগমকে হত্যা ও লাশ গুমের ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের মা বেহুলা বেগম শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সদর থানায় এ মামলা করেন।
গ্রেফতার প্রধান আসামি মুকুল প্রামাণিক সন্ধ্যায় বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন খাতুনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ও সদর থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
বাদী বগুড়া সদরের লাহিরিপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের প্রবাসী মাহফুজার রহমানের স্ত্রী বেহুলা বেগম এজাহারে উল্লেখ করেন- আট বছর আগে তার মেয়ে মারুফাকে পাশের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল গ্রামের শাহজাহান আলীর ছেলে মুকুল প্রামাণিকের সঙ্গে বিয়ে দেন। তাদের সংসারে নিসা মনি (৭) নামে একটি মেয়ে আছে। মুকুল প্রায় এক বছর আগে মারুফাকে তালাক দেন। পরে চার মাস আগে পুনরায় মারুফাকে বিয়ে করেন। এরপর থেকে কারণে অকারণে মুকুল মারুফাকে মারধর করতেন।
১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে মুকুল জানায়- মারুফা বাড়ি থেকে কোথায় চলে গেছে। তিনি (বাদী) ১৮ ডিসেম্বর রাত ২টার দিকে জানতে পারেন, পুলিশ মুকুলের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মারুফার লাশ উদ্ধার করেছে।
বগুড়ার ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, মারুফার টিকটকে আসক্ত থাকার বিষয়টি মুকুল পছন্দ করতেন না। ১৩ ডিসেম্বর মারুফার চাচাতো বোনের বিয়ে হয়। তিনি (মারুফা) এ বিয়েতে নিজের নাচানাচির ভিডিও টিকটকে শেয়ার করেন। এ নিয়ে রাত ১০টার দিকে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় মুকুল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গলাটিপে স্ত্রী মারুফাকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনা চাপা দিতে মুকুল মিয়া বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে মারুফার লাশ ফেলে দেন। এরপর সিমেন্ট দিয়ে ট্যাংকের মুখ প্লাস্টার করেন।
