Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় জেলের জালে উঠল ১৮ কেজির কাতলা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ এএম

পদ্মায় জেলের জালে উঠল ১৮ কেজির কাতলা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ। মাছটি ৩৮ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া ৭ নাম্বার ফেরিঘাটের অদূরে চর কর্নেশনা এলাকায় জেলে রহমান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ বিক্রেতা ও ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সন্ধ্যার দিকে কাতলা মাছটি ১ হাজার ২শ ৫০ টাকা কেজি দরে রহমান হালদারের কাছ থেকে কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড় মাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যাচ্ছে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম