Logo
Logo
×

সারাদেশ

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ এএম

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসক বরখাস্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন কলেজের শিক্ষক। এনাম বর্তমানে ১১টি মামলায় জেলে আছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

একইসঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য ডা. তাজিন আফরোজকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নিজের ফেসবুকে আইডিতে হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার পোস্ট দেখার পর পুরো মেডিকেলে হৈচৈ পড়ে যায়। এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়লে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম