তারেক রহমানকে বরণ
বরিশাল থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাবে। ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার খবরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির লক্ষাধিক নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
ঢাকা বরিশাল নৌ-রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ ও সড়ক পথে শতাধিক গাড়িতে যাবেন নেতাকর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে ৫টি লঞ্চ ও ২৫ তারিখ সকালে নথুল্লাবাদ থেকে ২০টি বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ২৫ তারিখ বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রোগ্রাম শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া বরিশাল জেলা বিএনপির নেতারা জানান, ১০ উপজেলা থেকে ১০টি লঞ্চ ও সদর উপজেলার নেতাকর্মীরা আলাদাভাবে ঢাকায় যাবে।
বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, সব নেতাকর্মীদের একত্রিত করলে অনেক ভিড় হবে। সেজন্য বরিশাল জেলার ১০টি উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। আর বরিশাল সদর উপজেলার নেতাকর্মীরা নগরী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের অত্যাচারে তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসায় নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর বিএনপির সব নেতাকর্মী ঢাকায় পৌঁছাবে।
