Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়া ও শহীদ হাদির জন্য গাজীপুরে দোয়া মাহফিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

খালেদা জিয়া ও শহীদ হাদির জন্য গাজীপুরে দোয়া মাহফিল

কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়া ও ওসমান হাদির জন্য দোয়া মাহফিল। ছবি: যুগান্তর

গাজীপুরে মহানগর কৃষকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরের ২৭নং ওয়ার্ডের লক্ষীপুরা তালুকদারের পুকুর পাড় এলাকায় অনুষ্ঠিত ওই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর কৃষকদলের আহ্বায়ক মো. আতাউর রহমান।

সিনিয়র সহ-সভাপতি মো. মইজউদ্দিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. সহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী, যুগ্ম আহ্বায়ক সাবেক জিএস মো. সুরুজ আহাম্মেদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাজী মো. আইন উদ্দিন তালুকদার, ফজলুল হক ফজলু, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা জামান খোকন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মনির হোসেন মনির, আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। 

এদিকে শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বাসন মেট্রো থানা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন- গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক নাহিদ চৌধুরী বাবু এবং বিভিন্ন ওয়ার্ড ও থানা যুবদলের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম