Logo
Logo
×

সারাদেশ

দুই ভাইয়ের বঁটির কোপে প্রাণ গেল প্রতিবেশীর

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম

দুই ভাইয়ের বঁটির কোপে প্রাণ গেল প্রতিবেশীর

পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দুই ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। ছবি: যুগান্তর

মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দুই ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত (২২) একই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল হক।

অভিযুক্ত তারেক ও রিয়াদ উভয়েই শাহিন রাড়ীর ছেলে বলে জানা গেছে। 

জানা যায়, শনিবার আপন দুই ভাই- তারেক (৩২) ও রিয়াদের (২৮) মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঝগড়ার শব্দ শুনে পাশের বাড়ির বাসিন্দা জান্নাত (২২) পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে উত্তেজিত তারেক ও রিয়াদ ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম