Logo
Logo
×

সারাদেশ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Icon

‎টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন উত্তর-পূর্ব অংশে লাশটি দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন ট্রেনে কাটাপড়ে এক যুবকের মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্না বলেন, মৃত ওই যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে কোনো ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম