মহাদেবপুরে আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৩
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্ট অভিযানে দুই আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- উপজেলার এনায়েতপুর ইউপির শেরপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক মমতাজ উদ্দীন এবং পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসরপাড়ার সফিউদ্দিন মন্ডলের ছেলে নজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিবুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়নের খোশালপুর গ্রামের ইসলামের স্ত্রী মর্জিনা খাতুন, একই গ্রামের কিনু মন্ডলের ছেলে হারেজ, তরিকুল ইসলামের ছেলে আসলাম হোসেন, উমির উদ্দিনের ছেলে ইউনুস আলী, সদরের দুলালপাড়ার মৃত হযরত আলীর ছেলে রবি হোসেন, সাগুনা গোপালপুর গ্রামের মানিকের ছেলে আব্বাস, শরমইল গ্রামের হারেজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান, হাফেজ মন্ডলের ছেলে নছের আলী, হোসেন আলীর ছেলে রিপন হোসেন, বুদু মন্ডলের ছেলে হোসেন উদ্দিন, খাজুর ইউপির জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী কামরুন নাহার।
মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
