Logo
Logo
×

সারাদেশ

হাদির মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছেন তার এলাকার ব্যবসায়ীরা

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

হাদির মৃত্যুতে দোকানপাট বন্ধ রেখেছেন তার এলাকার ব্যবসায়ীরা

ছবি: যুগান্তর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এর ধারাবাহিকতায় হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি পৌরশহরে দোকান বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ছাড়া) বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওসমান হাদি এ মাটির সন্তান। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি আমাদের গর্ব। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে শহরের ব্যবসায়ী মো. শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে (সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম