Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই আহত

Icon

লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই আহত

ছবি: যুগান্তর

চট্টগ্রামের লোহাগাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধা ইশমামের বড় ভাই মুহিবুল হক (২২) আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ আইস পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুহিব লোহাগাড়া সদর দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় জড়িতরা হলো- লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুহাম্মদ জিহাব ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ।

প্রত্যক্ষদর্শী ও মুহিবুল হকের সঙ্গে থাকা মুহাম্মদ জিহান জানান, মুহিব ও তার বন্ধুরা ছাত্রলীগ নেতা জিহাব ও মিনহাজকে দেখে দাঁড়ানোর জন্য বলেন। এ সময় দুই ছাত্রলীগ নেতা মুহিবুল হকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাদের ধরে গাড়িতে তুলতে চাইলে সঙ্গে সঙ্গে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

আহতকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসক শিমুল দত্ত বলেন, মুহিবুল হকের কোমরের নিচে পেছনের দিকে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল বলেন, ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম