সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা ঢাকার পিজি হাসপাতালে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
মৃত স্কুলছাত্রী ফারজানা আক্তার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের ফিরুজ শেখের কন্যা।
ফারজানার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কৈডুবি সদরদী এলাকায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আরও ৪ জন আহত হয়। আহতদের মধ্যে ফারজানা ও তার মা শান্তা খন্দকারও ছিলেন। বর্তমানে শান্তা খন্দকার হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বাস-অটোরিকশার সংঘর্ষে ৪ জন এবং ১৭ দিন পর আরও একজনসহ মোট ৫ জন নিহত হলো।

