ছাগল জমিতে যাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
প্রতীকী ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।
সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন- অভিযুক্ত সালাম ও তার ছেলে রিপন।
নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের গমের খেতে যায়। এতে সাহাবুল ছাগল দুটিকে ধরে খোয়াড়ে দেন। এ ঘটনায় সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে হুমকি দেন। পরে সাহাবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি নিয়ে থানায় বসে মীমাংসা করার কথা জানান।
একই দিন পুলিশ চলে যাওয়ার ১ ঘণ্টা পর সালামসহ কয়েকজন মিলে হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সাহাবুলের ওপর হামলা চালায়। সাহাবুলকে বাঁচাতে তার স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করে হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয় ও গুরুতর আহত হন তার স্ত্রী ও ছেলে।
পরে স্থানীয়রা এসে সাহাবুলের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে অভিযুক্ত সালাম ও তার ছেলে রিপনকে গ্রেফতার করে।
থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
