Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

ঢাকা-২ ও ৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন। এর মধ্যে ঢাকা-৩ আসনে ১০ জন ও ঢাকা-২ আসনে ৩ জন রয়েছেন।

জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী, শাক্তা, বাস্তা, রোহিতপুর, তারানগর, কলাতিয়া, হযরতপুর এবং সাভার উপজেলার ভাকুর্তা, আমিনবাজার ও তেঁতুলঝড়া ইউনিয়ন নিয়ে ঢাকা-২ আসন গঠিত। অন্যদিকে কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা, শুভাঢ্যা, কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-৩ আসন গঠিত।

 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়, তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ইসলামী আন্দোলন দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি সুলতান আহমেদ খান, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার মা পারুল মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মনির হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ মীরেরবাগ এলাকার গৃহবধূ তাহমিনা রহমান মনোনয়ন কিনেছেন।

অন্যদিকে ঢাকা-২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ও ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও জামায়াতের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সোমবার পর্যন্ত ঢাকা-২ আসন থেকে তিনজন ও ঢাকা-৩ আসন থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম